Header Ads

৪ কোটি টাকা আয় করে শীর্ষে শাকিব খানের নবাব | নবাব দেখতে দর্শকদের ভিড়


রমজান মাসজুড়ে সিনেমা হল ছিল দর্শকশূন্য। কোনো কোনো সিনেমা হল বন্ধও ছিল। ঈদের ঠিক আগমুহূর্তে যৌথ প্রযোজনার ছবিকে কেন্দ্র করে ঈদে ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তাও দেখা দেয়। কিন্তু ঈদের দিন থেকে সিনেমা হলগুলোর উপচে পড়া ভিড় বলে দেয়, সিনেমাপ্রেমীরা এত কিছু বুঝতে চান না। তাঁরা সিনেমা দেখতেই ভালোবাসেন।

সম্পূর্ন ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে - click here

এবারের ঈদে রাজধানীতে তিনটি ছবি মুক্তি পেয়েছে। শাকিব খান ও শুভশ্রী অভিনীত নবাব; জিৎ, নুসরাত ফারিয়া ও শুভশ্রী অভিনীত বস ২ এবং শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজনীতি।







তিনটি সিনেমার মধ্যে সবচেয়ে এগিয়ে নবাব। রাজধানীর শ্যামলী সিনেমা হলে ঈদের দিন থেকেই চলছে ছবিটি। ঈদের দিনসহ এখনো ছবিটি বেশ ভালো যাচ্ছে। শ্যামলী সিনেমা হলের হাউস ম্যানেজার আহসান উল্লাহ বলেন, ‘ঈদের দিন থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত সব শো হাউসফুল গেছে। শুধু আজকের (গতকাল) সকালের শোটি হাউসফুল হয়নি। এ ছাড়া আজকের বাকি তিনটি শো হাউসফুল। ঈদের দিনও বেশ জমজমাট ছিল।’ শো ভালো চলতে থাকলে আরও অনেক দিন ছবিটি চলবে। বর্তমান বাজারের অনুপাতে ছবিটি খুব ভালো চলছে বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.