নবাব মুক্তি পেয়েছে পূরবী হলে। বস ২ দেখা যাচ্ছে ছায়াবাণী প্রেক্ষাগৃহে। দুটি হলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত–বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র সম্প্রতি ময়মনসিংহে ভালোই দর্শক টানছে। বিশেষ করে ঈদে দুই দেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র মুক্তি পেলে দর্শক একটু বেশিই আগ্রহ নিয়ে হলে যান। কথা বলে জানা যায়, পূরবীতে শিকারি–খ্যাত শাকিব খানের নবাব দেখতে ঈদের দিন ও পরের দিন দর্শকের ভিড় ছিল। ঈদের দিন থেকেই টালিগঞ্জের জনপ্রিয় নায়ক জিৎ অভিনীত বস ২ সিনেমাটি দেখতেও হলে উপচে পড়ছেন দর্শক। টিকিট না পেয়ে অনেক দর্শক ফিরে গেছেন প্রথম দুই দিন। ঈদের প্রথম দুই দিনের প্রদর্শনীগুলো হাউসফুল ছিল। বুধবার থেকে ভিড় একটু কমেছে
অামার ছবি আটকানোর ক্ষমতা বাংলাদেশে কারো নেই বললেন আব্দুল আজিজ
No comments