Header Ads

রাজনীতি ছবি নিয়ে অপু বিশ্বাসের অানন্দ। শাকিব অপুর রাজনীতির জমজমাট ব্যবসা

ঈদে মুক্তিপ্রাপ্ত দুই যৌথপ্রযোজনার ছবি ‘নবাব’ ও ‘বস টু’র কাছে কোনঠাসা হয়ে পড়েছিলো দেশিয় প্রযোজনার চলচ্চিত্র ‘রাজনীতি’। মাত্র ৩৯টা হলে মুক্তি পায় চলচ্চিত্রটি। অপরদিকে ‘নবাব’ ১২৫টি ও ‘বস টু’ ১১২টি হল দখলে নেয়। কিন্তু মুক্তির পর দর্শকের আগ্রহের শীর্ষে অবস্থান করে শাকিব-অপু অভিনীত চলচ্চিত্রটি। ঢাকায় একমাত্র যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেলেও দর্শকের চাপে শো সংখ্যা বাড়ানোর পাশাপাশি অন্য ছবিও নামিয়ে নিতে বাধ্য হয় হল কর্তৃপক্ষ। নির্মাতা জানান, দেশের অন্যান্য হলেও ছবিটি দেখতে উপচে পড়ছে দর্শক।




রোববার গ্লিটজের সঙ্গে আলাপকালে ‘রাজনীতি’ চলচ্চিত্রের নির্মাতা এন এস বুলবুল বিশ্বাস বলেন, “দ্বিতীয় সপ্তাহে কোনো হল থেকেই নামছে না ‘রাজনীতি’। উল্টো দ্বিতীয় সপ্তাহে পা ফেলতেই আরও বিশটি হলে ছবিটি প্রদর্শনের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন হল মালিকরা। শুধু তাই নয়, তৃতীয় সপ্তাহের জন্যও ছবিটি বুক করছেন মালিকরা। সপ্তাহ শেষে মাত্রতো দুটো দিন গেলো। আশা করছি শুক্রবার নাগাদ অন্যান্য হল মালিকরাও ‘রাজনীতি’র দিকে ঝুঁকবেন।

No comments

Powered by Blogger.