Header Ads

আলমগীর সাহেব আমার বাবার মত। ফারুক সাহেবকে আমি শ্রদ্ধা করি লাইভে এসে বললেন শাকিব খান

আলমগীর সাহেব আমার বাবার মত। ফারুক সাহেবকে আমি শ্রদ্ধা করি লাইভে এসে বললেন শাকিব খান

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বলেছেন, যৌথ প্রযোজনার ছবি নিয়ে পেছন থেকে কেউ গেম খেলছে। কারণ নবাব ছবিতে নবাবের ভূমিকায় অভিনয় করেছে বাংলাদেশি অভিনেতা। সেক্ষেত্রে তো অভিযোগ দেওয়ার কথা ওপার বাংলার। কিন্তু বাংলাদেশের পক্ষে কেন?
আজ রবিবার বিকেলে নিউজ টোয়েন্টিফোরে সরাসরি সাক্ষাৎকারে এই কথা জানান দুই বাংলার জনপ্রিয় এই নায়ক।

সাক্ষাতকারটি সরাসরি লাইভ দেখতে এখানে ক্লিক করুন যৌথ প্রযোজনার ছবি 'বস টু' ও 'নবাব' নিয়ে উত্তাল চলচ্চিত্রাঙ্গন। এমন পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ে শাকিব খানের এই সাক্ষাৎকার।





শাকিব খান প্রশ্ন করে বলেন, তথ্যমন্ত্রীর কাছে প্রথমে অভিযোগ দেওয়া হয়েছিলো বস ছবির ব্যাপারে। এখন নবাব ছবিকে জড়ানো হয়েছে। তাই আমি বলবো এ ব্যাপারে কেউ পেছন থেকে গেম খেলছে। দে মুক্তি পাওয়া ‘নবাব’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। কিন্তু সিনেমার কাজে ব্যস্ত থাকায় ঈদের সময়টাতে দেশে থাকতে পারেননি ‘নবাব’খ্যাত এই নায়ক। বুধবার লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। জানালেন, ঈদে মুক্তি পাওয়া দুটি সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ তাঁকে নতুন করে অনুপ্রাণিত করেছে। এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘নবাব’ ও ‘রাজনীতি’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটি সিনেমার একটিতে তাঁর নায়িকা অপু ও অন্যটিতে কলকাতার শুভশ্রী। নবাব ও রাজনীতি সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ কেমন, তা তিনি লন্ডন বসে কিছুটা বুঝতে পেরেছেন বলে জানান।

No comments

Powered by Blogger.