আবারো বাংলা ছবির রাজত্বে শাকিব খান। এবার রাজনীতি দিয়ে কাপাচ্ছেন বাংলা চলচিত্র জগত
কোনো হল থেকেই নামছে না ‘রাজনীতি’। উল্টো দ্বিতীয় সপ্তাহে পা ফেলতেই আরও বিশটি হলে ছবিটি প্রদর্শনের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন হল মালিকরা। শুধু তাই নয়, তৃতীয় সপ্তাহের জন্যও ছবিটি বুক করছেন মালিকরা। সপ্তাহ শেষে মাত্রতো দুটো দিন গেলো। আশা করছি শুক্রবার নাগাদ অন্যান্য হল মালিকরাও ‘রাজনীতি’র দিকে ঝুঁকবেন।
এদিকে, শনিবার দর্শকের সঙ্গে ‘রাজনীতি’ দেখতে যমুনা ব্লকবাস্টারে উপস্থিত হন শাকিব খান। ঈদের আগে যৌথপ্রযোজনার দুই চলচ্চিত্রের স্বপক্ষে দাঁড়িয়ে চলচ্চিত্র ঐক্যজোটের হাতে বয়কটের স্বীকার হয়েছেন এ নায়ক। ‘রাজনীতি’ চলচ্চিত্রটি নিয়ে তার নীরব অবস্থানও প্রশ্নবিদ্ধ করে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে। কিন্তু ঈদের পর দেশে ফিরেই প্রথমে ‘নবাব’ ও পরে ‘রাজনীতি’ দেখতে হলে যান শাকিব। চলচ্চিত্রটি নিয়ে এখন প্রশংসার ফুলঝুরিও ছুটছে শাকিবের মুখ থেকে।
এদিকে, শনিবার দর্শকের সঙ্গে ‘রাজনীতি’ দেখতে যমুনা ব্লকবাস্টারে উপস্থিত হন শাকিব খান। ঈদের আগে যৌথপ্রযোজনার দুই চলচ্চিত্রের স্বপক্ষে দাঁড়িয়ে চলচ্চিত্র ঐক্যজোটের হাতে বয়কটের স্বীকার হয়েছেন এ নায়ক। ‘রাজনীতি’ চলচ্চিত্রটি নিয়ে তার নীরব অবস্থানও প্রশ্নবিদ্ধ করে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে। কিন্তু ঈদের পর দেশে ফিরেই প্রথমে ‘নবাব’ ও পরে ‘রাজনীতি’ দেখতে হলে যান শাকিব। চলচ্চিত্রটি নিয়ে এখন প্রশংসার ফুলঝুরিও ছুটছে শাকিবের মুখ থেকে।
No comments