অপরূপ সৌন্দর্যের টাঙ্গুয়ার হাওর-নিলাদ্রি
মানুষের জীবনে নানা ধরনের সমস্যা।একটার পর একটা সমস্যার ফলে মানুষ দিশাহীন হয়ে পড়ে! একটা সময়ে নিজেকেই সে আর খুঁজে পায় না।যাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটছে তারা আর দেরী না করে ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়েন টাঙ্গুয়ার হাওরের পথে। যখন টাঙ্গুয়ার থেকে ফিরবেন তখন দেখবেন আপনার সমস্যাগুলো আর খুজেঁ পাচ্ছেন না। অদ্ভুত সুন্দর একটা জায়গা।
আমরা দুইদিন একরাত ছিলাম টাঙ্গুয়ার হাওর!পুরোটা সময় আপনাকে নৌকায় থাকতে হবে।খাবার খাওয়া, রান্না, ঘুমানো, টয়লেট সব কিছুর ব্যবস্হা নৌকায় আছে! টাঙ্গুয়ার হাওরে থাকা দুইদিন একরাত ছিল অদ্ভুত ভাললাগায় ভরপুর।আমি লিখে আপনাদের টাঙ্গুয়ার হাওরের প্রকৃত সৌন্দর্য বোঝাতে পারবনা।
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি ।স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত।
টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝর্না এসে মিশেছে এই হাওরে।দুই উপজেলার ১৮টি মৌজায় ৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। পানিবহুল মূল হাওর ২৮ বর্গকিলোমিটার এবং বাকি অংশ গ্রামগঞ্জ ও কৃষিজমি।
যেভাবে যাবেন:-
ঢাকা থেকে বাসে সুনামগঞ্জ!সুনামগন্জ থেকে সিএনজি/মোটর সাইকেল করে তাহিরপুর ঘাট!তাহিরপুর ঘাট থেকে কাঁচা বাজার করে নৌকা ভাড়া করতে হবে!নৌকায় করে টাঙ্গুয়ার হাওর দেখে ওয়াচ টাওয়ার গিয়ে সেখান থেকে চলে যেতে হবে টেকেরঘাট ।টেকেরঘাট থেকে নিলাদ্রি লেক দেখে আসতে আসতে রাত হয়ে যাবে! রাতে ওয়াচ টাওয়ারের কাছে নৌকা থাকবে! নৌকায় ঘুমাতে হবে! পরের দিন জাদুকাট নদী আর বারিক্কা টিলা দেখে আবার তাহিরপুর ঘাট!সেখান থেকে সুনামগন্জ শহর!তারপর সুনামগন্জ থেকে ঢাকা...
লিখেছেন : দীপ বিশ্বাস
আমরা দুইদিন একরাত ছিলাম টাঙ্গুয়ার হাওর!পুরোটা সময় আপনাকে নৌকায় থাকতে হবে।খাবার খাওয়া, রান্না, ঘুমানো, টয়লেট সব কিছুর ব্যবস্হা নৌকায় আছে! টাঙ্গুয়ার হাওরে থাকা দুইদিন একরাত ছিল অদ্ভুত ভাললাগায় ভরপুর।আমি লিখে আপনাদের টাঙ্গুয়ার হাওরের প্রকৃত সৌন্দর্য বোঝাতে পারবনা।
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি ।স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত।
টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝর্না এসে মিশেছে এই হাওরে।দুই উপজেলার ১৮টি মৌজায় ৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। পানিবহুল মূল হাওর ২৮ বর্গকিলোমিটার এবং বাকি অংশ গ্রামগঞ্জ ও কৃষিজমি।
যেভাবে যাবেন:-
ঢাকা থেকে বাসে সুনামগঞ্জ!সুনামগন্জ থেকে সিএনজি/মোটর সাইকেল করে তাহিরপুর ঘাট!তাহিরপুর ঘাট থেকে কাঁচা বাজার করে নৌকা ভাড়া করতে হবে!নৌকায় করে টাঙ্গুয়ার হাওর দেখে ওয়াচ টাওয়ার গিয়ে সেখান থেকে চলে যেতে হবে টেকেরঘাট ।টেকেরঘাট থেকে নিলাদ্রি লেক দেখে আসতে আসতে রাত হয়ে যাবে! রাতে ওয়াচ টাওয়ারের কাছে নৌকা থাকবে! নৌকায় ঘুমাতে হবে! পরের দিন জাদুকাট নদী আর বারিক্কা টিলা দেখে আবার তাহিরপুর ঘাট!সেখান থেকে সুনামগন্জ শহর!তারপর সুনামগন্জ থেকে ঢাকা...
লিখেছেন : দীপ বিশ্বাস
No comments