Header Ads

নিপুণের সমালোচনার কড়া জবাব দিলেন শাকিব

চিত্রনায়িকা নিপুণের বাক্যবাণে জর্জরিত শাকিব। বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ এনেছেন শাকিবের প্রতি। শুধু কি তাই? বয়োজেষ্ঠদের অসম্মান, নিজের অবস্থান টিকিয়ে রাখতে চলচ্চিত্রে পাইরেসির অভিযোগসহ নায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন এ নায়িকা। নিপুণের ক্ষোভের সূত্রপাত টেলিভিশনে দেয়া শাকিব খানের এক সাক্ষাৎকার।



কিন্তু শাকিব খান বলছেন, নিপুণ নাকি সেই সাক্ষাতকার ভালোভাবে শোনেনইনি। অন্য শিল্পীদের অসম্মান দুইবারের নির্বাচিত শিল্পী সমিতির সভাপতির কাজ নয়। মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন করে জন্ম নেওয়া নানা বিতর্কের জবাব দিতে এলেন নায়ক শাকিব।

No comments

Powered by Blogger.