ঘুরে আসুন নয়ানাভিরাম নাফাখুম
...সেদিন মোরা দিয়েছিনু ঝাঁপ, নাফাখুমের জলে...
সুখি হতে চাইলে সুখের কাছে যেতে হয়,
আনন্দ কুড়িয়ে নিলে তবেই আনন্দিত হওয়া যায়
৫ রাত ৪ দিনের এই ট্রেকিং ইভেন্টে আমরা পাড়ি দিয়েছিঃ
বান্দরবান-থানছি-পদ্মমুখ-পদ্মঝিরি-হরিশ্চন্দ্র পাড়া-থুইসা পাড়া-আমিয়াখুম-কাইক্ষ্যং ঝর্না-জিন্নাহ পাড়া-নাফাখুম-রেমাক্রি ঝিরি-কুমারি ঝর্না-তিন্দু-থানছি-বান্দরবান
যারা ভবিষ্যতে এরকম ঝাঁপ দিতে চানঃ
* সাঁতার জানা থাকলেও সাবধানতা অবলম্বন করুন।
* সাঁতার জানা না থাকলে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করুন।
* সর্বাত্মকভাবে গাইডের পরামর্শ ও নির্দেশনা মেনে চলুন।
# সম্পূর্ণ ট্রিপে আমাদের জনপ্রতি খরচ হয়েছে ৫৫০০ টাকা।
# অনেকেই জীবনে প্রথমবার বান্দরবান গিয়েছে, স্বাভাবিকভাবেই এই অভিজ্ঞতা তাদের জন্য প্রথম। তাই লাফ দেয়ার মান দেখে হাসি আসলেও দয়া করে তীর্যক মন্তব্য করবেন না।
# এটা ২য় বারের ঝাঁপ। টেকনিক্যাল কারনে ১ম বারের ভিডিও শ্যুট করা যায়নি। প্রথমবারের ঝাঁপে কয়েকজন নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় রেস্কিউ টিমের সাহায্য নেয়া হয়েছে। তাই গাইডের পরামর্শে এই নিরাপত্তা দড়ি বাঁধা হয়েছে।
Courtesy: Sazzadul Islam
সুখি হতে চাইলে সুখের কাছে যেতে হয়,
আনন্দ কুড়িয়ে নিলে তবেই আনন্দিত হওয়া যায়
৫ রাত ৪ দিনের এই ট্রেকিং ইভেন্টে আমরা পাড়ি দিয়েছিঃ
বান্দরবান-থানছি-পদ্মমুখ-পদ্মঝিরি-হরিশ্চন্দ্র পাড়া-থুইসা পাড়া-আমিয়াখুম-কাইক্ষ্যং ঝর্না-জিন্নাহ পাড়া-নাফাখুম-রেমাক্রি ঝিরি-কুমারি ঝর্না-তিন্দু-থানছি-বান্দরবান
যারা ভবিষ্যতে এরকম ঝাঁপ দিতে চানঃ
* সাঁতার জানা থাকলেও সাবধানতা অবলম্বন করুন।
* সাঁতার জানা না থাকলে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করুন।
* সর্বাত্মকভাবে গাইডের পরামর্শ ও নির্দেশনা মেনে চলুন।
# সম্পূর্ণ ট্রিপে আমাদের জনপ্রতি খরচ হয়েছে ৫৫০০ টাকা।
# অনেকেই জীবনে প্রথমবার বান্দরবান গিয়েছে, স্বাভাবিকভাবেই এই অভিজ্ঞতা তাদের জন্য প্রথম। তাই লাফ দেয়ার মান দেখে হাসি আসলেও দয়া করে তীর্যক মন্তব্য করবেন না।
# এটা ২য় বারের ঝাঁপ। টেকনিক্যাল কারনে ১ম বারের ভিডিও শ্যুট করা যায়নি। প্রথমবারের ঝাঁপে কয়েকজন নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় রেস্কিউ টিমের সাহায্য নেয়া হয়েছে। তাই গাইডের পরামর্শে এই নিরাপত্তা দড়ি বাঁধা হয়েছে।
Courtesy: Sazzadul Islam
No comments