Header Ads

সংবাদ সম্মেলনে মুখোমুখি শাকিব খান। এবার মৃত্যুর হুমকি পেল শাকিব খান।

কে কার বিরুদ্ধে যুদ্ধ করবে, সবাই তো নিজেদেরই মানুষ। ফারুক ভাইকে কোনো বাজে কথা বলিনি আমি। তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। আমি তাকে সব সময় সম্মান করি। তিনি আমার বাবার মতো। তাঁকে মিসগাইড করা হয়েছে। কোনো এক তৃতীয়পক্ষ তাকে ভুল বুঝাচ্ছে বলে আমার ধারণা। Click here

রবিবার বিকেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে দীর্ঘ সাক্ষাৎকারের এসব কথা বলেন ঢাকাই সুপারস্টার ক্যাত অভিনেতা শাকিব খান।

শাকিব খান বলেন, চলচ্চিত্রাঙ্গন চর দখলের জায়গা না যে, এখানে কেউ পজিশন দখল করে নিবে। এটি এমন একটি জায়গা যেখানে অভিনয় ও যোগ্যতা দিয়ে টিকে থাকতে হয়।

সাক্ষাৎকারে নতুন নায়কদের মধ্যে কারা ভালো কাজ করছে এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আরিফিন শুভ খুব ভালো কাজ করছে। বাপ্পীও অনেক ভালো কিছু ছবি করছে। ওর অনেক সম্ভানা রয়েছে। ইমন, নিরবও পরিশ্রম করে যাচ্ছে। 


















































No comments

Powered by Blogger.