Header Ads

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর অন্তর্কোন্দলের ফলে অনিশ্চিত


বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)-এর সাথে দেশটির ক্রিকেটারদের সংগঠনের (এসিএ)-এর বিরোধ চরমে পৌঁছেছে। এই বিরোধে শুধু জাতীয় দলের ক্রিকেটাররাই নন; সারা অজি ক্রিকেটাররাই সম্পৃক্ত। ফলে অনিশ্চয়তায় পড়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। সোমবার (৩ জুলাই) দলে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করার কথা। মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা অনুশীলন। তার একদিন আগেই সমস্যা সমাধানের জন্য আলটিমেটাম দিয়েছে অজি ক্রিকেটাররা।


রোববার (২ জুলাই) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত বিশেষ সভায় ক্রিকেটাররা সিদ্ধান্ত নিয়েছেন, সমঝোতা চুক্তি না হলে ১২ জুলাই শুরু দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করবে অস্ট্রেলিয়া ‘এ’ দল! তবে ব্রিসবেনে অনুশীলনে যোগ দেবেন তারা। এ বিষয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের অধিনায়ক উসমান খাজা বলেছেন, ‘সফর বয়কট করা মোটেও সহজ ব্যাপার নয়।  অনেক দিন হলো খেলিনি। তাই ব্যক্তিগতভাবে আমি খেলার জন্য মুখিয়ে আছি। অন্যরাও নিশ্চয়ই তা-ই চায়। আশা করি, আমাদের এই সমস্যাটির একটা সুন্দর সমাধান বের হবে। কিন্তু তা না হলে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আপাতত অনুশীলনে যোগ দিচ্ছি।  
সেই সিদ্ধান্ত যে দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করা হবে, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএর প্রধান নির্বাহী - অ্যালিস্টার নিকলসন।
আগামী বছর ফেব্রুয়ারিতে চার টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে অস্ট্রেলিয়া দল। তাই ‘এ’ দলের সফরটা অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ। ১৯৭০ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকায় এক সফরে চারটি টেস্ট খেলার কথা আছে তাদের। সেই সফরের আগাম প্রস্তুতি ‌‌‌‌‘এ’ দলের এই সফর। এই সফরে দুটি চার দিনের ম্যাচ শেষে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হওয়ার কথা। যাতে যোগ দেবে ভারতের ‘এ’ দল।
ভারত সফরের আগেই ১৮ আগস্ট দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। এরপর নভেম্বরে অ্যাশেজ। খেলোয়াড়দের সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দ্বন্দ্বে অনিশ্চয়তার মুখে অজিদের এই সফরগুলো। যার ফলে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ক্রিকেট ভবিষ্যৎও অনেকটাই শঙ্কার মুখে।

No comments

Powered by Blogger.