Header Ads

মাশরাফি-তামিমদের যোগ্য উত্তরসূরিদের পেয়ে গিয়েছে টিম বাংলাদেশ



ভবিষ্যৎ টাইগারদের পূর্বসময় থেকেই প্রস্তুত করার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কতৃক গঠিত বিসিবি হাইপারফরম্যান্স (বিসিবি এইচ পি) টিম এখন দেশের বাহিরে। তাদের এই অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় ম্যাচে নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ৭০ রানে হারিয়েছে ভবিষ্যৎ-এর এই টিম বাংলাদেশ।
ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রান তোলে বিসিবি এইচপি। এনটি আমন্ত্রিত একাদশের জ্যাকব ডিকম্যানও অবশ্য করেন সেঞ্চুরি। তবে তুলতে পারে তারা ২৪৩ রান।
আগের দিন মাত্র ০১ রানে আউট হওয়া শান্ত এদিন করেছেন ১০১। অন্য দিকে জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা ওপেনার এনামুল হকের ব্যাট থেকেও এসেছে ৫৮ রান। আর প্রথম ম্যাচে না খেলা ইরফান শুক্কুর করেছেন ৬০।
এনটি দলের ম্যাককেল নেন ৪ উইকেট।
জবাবে ডিকম্যানের ১০৫ রানের পরও এনটি যেতে পারে মাত্র ২৪৩ পর্যন্ত। বিসিবি এইচপির সাইফ উদ্দিন ৪ উইকেট নেন ৩৬ রানে। আরেক পেসার এবাদত নিয়েছেন তিনটি।
উল্লেখ্য, প্রথম ম্যাচে বিসিবি এইচপি জিতেছিল ১ উইকেটে। আজ শুক্রবার বরাবরের মতই জয়ের প্রত্যাশা নিয়ে একই মাঠে নামবে টিম টাইগার্স ।

No comments

Powered by Blogger.