Header Ads

শিকারির আয়ের রেকর্ড ভাঙল শাকিব খানের নবাব। বাংলা সিনেমায় নতুন মাত্রা


এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘নবাব’ ও ‘রাজনীতি’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটি সিনেমার একটিতে তাঁর নায়িকা অপু ও অন্যটিতে কলকাতার শুভশ্রী। নবাব ও রাজনীতি সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ কেমন, তা তিনি লন্ডন বসে কিছুটা বুঝতে পেরেছেন বলে জানান। শাকিব বলেন, ‘আমি লন্ডনে থাকার সময়ই ‘নবাব’ নিয়ে দর্শকের আগ্রহের কথা জানতে পারি। এ-ও শুনেছি, কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমা দেখার টিকিট না পেয়ে দর্শকেরা মারামারিও করেছেন। কেউ কেউ আবার ফেসবুকে পোস্টও দিচ্ছেন, তাঁরা দু-তিন দিন পরের টিকিট অগ্রিম চেয়েও পাচ্ছেন না। ভাইবারে অনেকের ফোন পেয়েছি। খুদে বার্তাও পেয়েছি। সবাই সিনেমা নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। সবকিছু মিলিয়ে বলতে চাই, যেসব দর্শকেরা এত কষ্ট করে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখছেন, তাঁরাই আমাকে প্রতিনিয়ত অভিনয়ের অনুপ্রেরণা জোগাচ্ছেন। তাঁদের কারণে নতুন কিছু করার স্বপ্ন দেখি।’

No comments

Powered by Blogger.