স্বপ্নের বিলাইছড়ি ট্রেইল
স্বপ্নের বিলাইছড়ি ট্রেইল। ঈদের ছুটিতে ঘুরে এলাম জায়গাটাতে। কাপ্তাই থেকে বিলাইছড়ি ৩ ঘন্টার জার্নি ট্রলারে করে। বিলাইছড়ি থেকে আরো আধঘন্টার ট্রলার জার্নি আর ২/৩ ঘন্টার ট্রেকিং এর পর মিলবে এই অসাধারণ ঝিরিপথ। ট্রেইল ধরে এগোলেই পাবেন মুপ্পছড়া, চিকন ছড়া, বড় ছড়া, সাদরা ঝিরিসহ আরো অনেক ছোট বড় ঝর্ণা। নিঃসন্দেহে বেশ চ্যালেঞ্জিং একটা ট্রেইল!
No comments